লেনদেন শুরুর পরেই ক্রেতা শূন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের

গ্লোবাল ইসলামী ব্যাংক

নিজস্ব প্র্রতিবেদক: শেয়ারবাজার লেনদেনে আজকে অভিষেক হওয়া গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার ক্রয়ে কোন আগ্রহ নেই বিনিয়োগকারীদের। লেনদেন শুরু হওয়ার প্রথম দিনেই কয়েক মিনিটের মধ্যেই বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি কোম্পানিটির শেয়ারের ।

ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, ১৫ নভেম্বর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

গেল ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর আইপিও আবেদন সম্পন্ন করেছে ব্যাংকটি।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।