শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি

লেনদেন বহাল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করলো বিএসইসি স্টাফ করেসপন্ডেন্ট। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) ২০২২ বিএসইসি মন্ত্রিপরিষদ থেকে অফিসের সময়সূচি নির্ধারণের পর শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী,  শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা ২৫ থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। ১০ মিনিটে পোস্ট ক্লোজিং হবে। সে ক্ষেত্রে পোস্ট ক্লোজিং সেশন হবে ২টা ৫০ থেকে ৩টা। আগামী ১৫ নভেম্বর থেকে এই সময় সূচি কার্যকর হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানায়, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেনের সময়ের ওপর ভিত্তি করে শেয়ারবাজারে লেনদেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।