দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৯৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডরিন পাওয়ারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬৮ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬১ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১০.৬৮ শতাংশ কমেছে। এতে করে ডরিন পাওয়ার শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইন্দোবাংলা ফার্মা ৭.৮০ শতাংশ, ইন্ট্রাকো সিএনজি ৬.১১ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্স ৫.৯১ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ৫.৭৬ শতাংশ, ইসলামি ইন্সুরেন্স ৫.৫৩ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্স ৫.২০ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ৫.২০ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪.৮৪ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্ট ৪.৭৩ শতাংশ দর কমেছে।