ফ্লোরপ্রাইস তুলে নেওয়ার জন্য আইএমএফের কোন বক্তব্য নেই

ইনভেস্টমেন্ট করপোরেশন

নিউজ ডেস্ক: দেশের শেয়ারবাজারে ফ্লোরপ্রাইস নামে যে ব্যবস্থাটি চালু করা হয়েছে, সেটি তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো ধরনের মন্ত্যব্য নেই।

সোমবার (৭ নভেম্বর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কার্যালয়ে সংস্থাটির সাথে অনুষ্ঠিত আইএমএফ প্রতিনিধি দলের বৈঠকে এসব বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি।

বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

রেজাউল করিম বলেন, বিএসইসি শেয়ারবাজার উন্নয়নে কি কি উদ্যোগ নিয়েছে সে বিষয় নিয়ে আইএমএফ আলোচনা করেছে। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাপারে তারা সন্তোষ প্রকাশ করেছে। আইএমএফ মনে করে এটি একটি ভালো উদ্যোগ। বাজার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে সিএমএসএফ, এজন্য বিএসইসিকে তারা ধন্যবাদ জানান।