শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে এক্সপোর্ট ইম্পোর্ট। এদিন কোম্পানিটির ১৩৯ কোটি ২৮ লাখ ৮৩ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আনোয়ার ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ৯০ কোটি ১৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির ৬৫ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: লুব-রেফ বাংলাদেশ, নাভানা ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাফার্জহোলসিম বাংলাদেশ বসুন্ধরা পেপার এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।