রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের কাছে বাংলাদেশের হার

নিউজ ডেস্ক: শেষ মুহূর্তে এসে আবারও হারতে হলো বাংলাদেশকে। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। নুরুল হাসান সোহান ছক্কা মেরে শেষ মুহূর্তের সলতেটা যেন আরেকটু জাগিয়ে তুলেছিলেন; কিন্তু পারলেন না আর ৫ রানে হেরে গেলো বাংলাদেশ।

ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন কুমার দাস। লিটনের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম ৭ ওভারে ৬৬ রান করে বাংলাদেশ। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে কার্টল ওভারে খেলার দৈর্ঘ কমে হয় ১৬ ওভার। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৫১ রান।

প্রথম ৭ ওভারে ৬৬ রান করায় শেষ ৯ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৮৫ রান। ২১ বলে ফিফটি তুলে নেন নেওয়া লিটন বৃষ্টির আগে ২৬ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টির পর খেলতে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান করা দলটি এরপর মাত্র ৪০ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।