বিশ্ব ক্ষুধার্ত থাকলে রাশিয়ার কোন সমস্যা নেই

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনে হামলার অভিযোগে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি থেকে সরে গিয়েছিল রাশিয়া। রাশিয়া ও ইউক্রেনে এই দুইদেশেই বিশ্বের বৃহত্তম খাদ্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে।

আজ বুধবার বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ানোর শঙ্কা সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বিশ্ব ক্ষুধার্ত থাকলে রাশিয়ার কিছু যায়-আসে না।

প্রতিবেদনে বলেছে, বৈশ্বিক খাদ্য সংকট লাঘবে জাতিসংঘের মধ্যস্থতায় স্বাক্ষরিত খাদ্যশস্য রপ্তানি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়া উন্নয়নশীল বিশ্বকে ‘ক্ষুধার্ত’ করবে এবং এমন পদক্ষেপের জন্য মস্কোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এএফপি