যান্ত্রিক ত্রুটিতে ডিএসইতে ফের লেনদেন বন্ধ

লেনদেন বহাল

আবারো যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ রোববার (৩০ অক্টোবর) নির্ধারিত সময়ে লেনদেন শুরু হয়নি।

রিপোর্ট লেখার সময় পর্যন্ত বেলা ১০ টা ৩৮ মিনিট পর্যন্দ এই লেনদেন বন্ধ ছিল।

এর আগেও গত ২৪ অক্টোবরও যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন দীর্ঘ সময় বন্ধ ছিল। জানা গেছে, ফ্লোর প্রাইসে থাকা শেয়ারও বোনাস শেয়ার ঘোষণার কারনে দর সমন্বয় হবে। গত দুইদিনে বেশ কিছু কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করেছে। এখন সেগুলো সমন্বয় করতে গিয়ে লেনদেন শুরু করতে বিলম্ব হচ্ছে।

বিষয়টি খতিয়ে দেখতে তখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি তদন্ত কমিটি গঠন করে।