সপ্তাহজুড়ে দর বেড়েছে যেসব কোম্পানির

দর বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে নাভানা ফার্মাসিটিক্যালস। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৯৮ হাজর ৮০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। গেল সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে সিনোবাংলা। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ৮৩ লাখ ৫৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৭৬ লাখ ৭১ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সী পার্ল বীচ, এডিএন টেলিকম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, ওরিয়ন ইনফিউশন, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।