প্রোটিয়াদের বিপক্ষে বড় হার টাইগারদের

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

নিউজ ডেস্ক: মাথার ওপর রানের পাহাড়। জয়-পরাজয় পরের হিসেব, নিদেনপক্ষে লড়াইটা তো করতে পারতো বাংলাদেশ! সেটাও পারলো না সাকিব আল হাসানের দল। দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। হেরেছে ১০৪ রানের বড় ব্যবধানে।

টাইগারদের পাড়ার ছোটভাইদের মতো বানিয়ে ছাড়ল প্রোটিয়ারা। প্রথমে তাসকিন-সাকিবদের তুলোধোনা করে নির্ধারিত ২০ ওভারে ২০৬ রানের পাহাড় গড়ল দক্ষিণ আফ্রিকা। পড়ে আফ্রিকান পেসারদের দাপুটে বোলিংয়ে মুড়িমুড়খির মতো উইকেট হারাল টাইগার ব্যাটাররা।

২০৬ রানের তাড়ায় এক সময় মনে হচ্ছিল পুরো ২০ ওভার খেলতে পারবে না বাংলাদেশ। দলীয় সংগ্রহ একশো ছাড়াতে পারবে না। ২০ ওভার পর্যন্ত না টিকলেও ১০০ পাড় করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ১৬.৩ ওভারে ১০১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। ফলে ১০৪ রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হেরে গেছে টাইগারা।