লেনদেন বন্ধের ঘটনা তদন্ত করবে বিএসইসি

শরীয়াহ কাউন্সিল

নিউজ ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যান্ত্রিক ত্রুটির কারনে ও লেনদেন বন্ধের ঘটনা খতিয়ে দেখবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে বিএসইসি আজ (২৪ অক্টোবর) ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য সূত্রমতে, কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিএসইসির পরিচালক আবুল হাসান। কমিটিতে সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন বিএসইসির সহকারী পরিচালক মোহাম্মদ দস্তগীর হোসেন।

কমিটির অন্য তিনজন সদস্য হচ্ছেন-বিএসইসির উপ-পরিচালক মোঃ ওয়ারিসুল হক রিফাত, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর মহাব্যবস্থাপক মঃ মইনুল হক এবং ক্লিয়ারিং করপোরেশন বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর মহাব্যবস্থাপক ইমাম হোসেন। তদন্ত শেষ করে কমিটিকে কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য ৩০ কার্যদিবস সময় ধার্য করা হয়েছে।