বিশ্ব ট্রমা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ট্রমা দিবস পালিত হচ্ছে আজ। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশপাশি সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে দিবসটি পালন করছে কিন্তু বাংলাদেশে সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। দেশে কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত এবং পাঁচ কোটিরও বেশি মানুষ আহত হয়। উন্নয়নশীল দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে প্রায় ৫০ শতাংশ মানুষের মৃত্যু হয়।

ট্রমা বলতে বোঝায়, শরীরে বা মনে সৃষ্ট কোনো আঘাত। যেমন-পথ দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, হিংস্রতা, নারী, শিশু ও বয়স্কদের প্রতি শারীরিক বা মানসিক নির্যাতন।