ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার গনপরিবহন বন্ধ

নিউজ ডেস্ক: ময়মনসিংহের বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে অভ্যন্তরীণ সড়ক যোগযোগ অঘোষিতভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

জানা গেছে, শুক্রবার রাত থেকেই মহাসড়কে গণপরিবহন চলাচল কমে যেতে থাকে। সকাল থেকে পুরোদমেই বন্ধ হয়ে যায় গণপবিহন। তবে বিকল্প যানে চলাচল করছে মহাসড়কে চলাচলকারীরা।

দুপুর ১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দেখা যায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী গণপরিবহন চলাচল করতে দেখা না গেলেও ট্রাক, পিকআপ, লোকাল বাস, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। এসব যানে করেই মহাসড়কে চলাচল করছে যাত্রীরা।

ঢাকা থেকে ময়মনসিংহ, মুক্তাগাছা, নেত্রকোণা, হালুয়াঘাট, শেরপুর, ফুলবাড়ীয়া, ফুলপুরসহ বিভিন্ন এলাকার বাস বন্ধ রয়েছে।