স্ক্রিনশট নেয়া বন্ধ করল হোয়াটসঅ্যাপ

স্ক্রিনশট নেয়া

অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তার স্ক্রিনশট নেন। কেউ মজার ছলে কিংবা প্রয়োজনে, কেউ আবার অন্যকে বিপদে ফেলার জন্য ব্যবহার করেন স্ক্রিনশট। তবে স্ক্রিনশটের নেতিবাচক ব্যবহার এড়াতে নতুন উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপে ভিউ ওয়ানস বার্তার স্ক্রিনশট নিতে গেলে ‘ক্যান্ট টেক স্ক্রিনশটস ডিউ টু সিকিউরিটি পলিসি’ বার্তা দেখা যাবে। অন্য কোনো সফটওয়্যার বা অ্যাপের মাধ্যমে স্ক্রিনশট নিলেও বার্তাগুলো কালো হয়ে যাবে। ফলে বার্তার তথ্য দেখা যাবে না।

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা মেটার অধীনে থাকা আরেক অ্যাপ মেসেঞ্জারে কোনো বার্তার স্ক্রিনশট নেয়া হলে ব্যবহারকারীকে সেই তথ্য জানিয়ে দেয় ফেসবুক। তবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নেয়ার চেষ্টা করলে ব্যবহারকারীকে তা জানানোর ব্যবস্থা এখনও চালু হয়নি।