গেল সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৯৪টির দর কমেছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে বিডি ওয়েল্ডিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে বিডি ওয়েল্ডিংয়ের উদ্বোধনী দর ছিল ২৯ টাকা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ২৪ টাকা ৩০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ৪ টাকা ৭০ পয়সা বা ১৬২১শতাংশ। যার ফলে বিডি ওয়েল্ডিংয় ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইনডেক্স এগ্রো ১০.৬৭ শতাংশ, বিডি থাই ফুড ১০.৪৮ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ৯.৯৮ শতাংশ, শাহজিবাজার পাওয়ার ৮.৫৩ শতাংশ, আজিজ পাইপস ৬.৭৩ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ৬.৬২ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্স ৬.৪০ শতাংশ, মীর আখতার ৬.৩৯ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্স ৬.২৯ শতাংশ দর কমেছে।