সমাপ্ত সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

সূচকের বড় উত্থানে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ১০১টি কোম্পানির দর বেড়েছে। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহের কর্মদিবসে ওরিয়ন ইনফিউশনের কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫৮৪ টাকা ১০ পয়সা। লেনদেনের শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৫৩ টাকা ৭০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর বেড়েছে ১৬৯ টাকা ৬০ পয়সা বা ২৯.৪৩ শতাংশ। এতে করে ওরিয়ন ইনফিউশন ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিকন ফার্মা ২০.৬২ শতাংশ, মনোস্পুল পেপার ১৬.১৭ শতাংশ, বিডিকম ১৬.১৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইল ১৪.৯৯ শতাংশ, এপেক্স ফুডস ১৪.৫৩ শতাংশ, লুব-রেফ ১২.৫৩ শতাংশ, কোহিনূর কেমিক্যাল ১২.৪৪ শতাংশ, আফতাব অটোমোবাইলস ১১.৯৭ শতাংশ এবং কেয়া কসমেটিকস ১১.১১ শতাংশ দর বেড়েছে।