গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে ৯.৭০ শতাংশ

শেয়ার

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। কিন্তু ডিএসইতে টাকার অংকে লেনদেনে কমেছে। গেল সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৯.৭০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে মাত্র ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে সাপ্তাহিক লেনদেন কমেছে বড় ব্যবধানে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার টাকার। সুতরাং সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ২৭ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার টাকার বা ২৭.৭৬ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৫৬ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৬৯ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ যা গেল সপ্তাহের চেয়ে ৩১ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ২ হাজার ৩৬১ পয়েন্টে উঠেছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩.৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গেল সপ্তাহে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট বেচাকেনা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির। আর ১৯২টির দাম ছিল অপরিবর্তিত।