ডিএসই থেকে রাজস্ব আয় কমেছে

লেনদেন বহাল

নিজস্ব প্রতিবেদক: গেল বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় এ বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকার ১১ কোটি ২১ লাখ টাকার রাজস্ব কম পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫ হাজার ৪৮০ কোটি ২৪ লাখ ৪১ হাজার ১১৯ টাকা। মোট লেনদেন থেকে কর বাবদ সরকার মোট রাজস্ব পেয়েছে ৪০ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৭৭২ টাকা।

যা ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ছিল ৫২ কোটি ৩৫ হাজার ৩২৭ টাকা। অর্থাৎ ডিএসই থেকে সরকার বছরের ব্যবধানে ১১ কোটি ২১ লাখ ৮৭ হাজার টাকা কম রাজস্ব পেয়েছে।

গেল বছরের তুলনায় চলতি বছর লেনদেন কম হয়েছে, তাই সরকার শেয়ারবাজার থেকে রাজস্ব কম পেয়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তবে চলতি বছরের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে রাজস্ব আয় বেড়েছে। আগস্ট মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় ছিল ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। সে হিসেবে সেপ্টেম্বরে প্রায় ৮ কোটি টাকা রাজস্ব বেড়েছে।