সপ্তাহজুড়ে দর কমল যেসব কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহজুড়ে (২৫-২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৬১টির দর বেড়েছে, ১৭৩টির দর কমেছে, ১৫২টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১০টির লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা লাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে মেঘনা লাইফ ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৭১ টাকা ৮০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৩ টাকা ১০ পয়সা। এর আগের সপ্তাহ থেকে দর কমেছে ৮ টাকা ৭০ পয়সা বা ১২.১২ শতাংশ। এতে করে মেঘনা লাইফ ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিংয় ১০.৪৫ শতাংশ, বিআইএফসি ৯.২৪ শতাংশ, আরডি ফুডের ৭.৮০ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ার ৭.৫২ শতাংশ, জিবিবি পাওয়ার ৭.৪১ শতাংশ, এনার্জিপ্যাক ৭.৩১ শতাংশ, ওরিয়ন ফার্মা ৭.২৯ শতাংশ, ইন্দোবাংলা ফার্মা ৬.৯৯ শতাংশ এবং শাহজিবাজার পাওয়ার ৬.৯৪ শতাংশ দর কমেছে।