শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

পতন থেমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ১২৪ কোটি ২ লাখ ১৫ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং। কোম্পানিটির ৫৫ কোটি ৭৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ৫৪ কোটি ৯২ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, লাফার্জহোলসিম, ফরচুন সুজ, জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সাইফ পাওয়ারটেক।