ডিএসইর শোকজের কবলে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে মনে করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অস্বাভাবিকভাবে শেয়ারদর বাড়ার কারণ জানার জন্য কোম্পানিগুলোকে শোকজ করেছে ডিএসই।

কোম্পানিগুলো হলো: ইন্ট্রাকো সিএনজি ও এপেক্স ফুডস কোম্পানি ২টির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি ২টি ৩১ আগস্ট জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গেল ১ আগস্ট ইন্ট্রাকো সিএনজির শেয়ার দর ছিল ৩১ টাকা। ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৪৩ টাকা ১০ পয়সায় উন্নীত হয়। গেল ১ আগস্টএপেক্স ফুডসের শেয়ার দর ছিল ১৭৪ টাকা ২০ পয়সা। ৩০ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ২৫৪ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।