দর বেড়েছে যেসব কোম্পানির

গেইনারের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে কপারটেকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে কপারটেকের ক্লোজিং দর ছিল ৪৩ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৭ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এতে করে কপারটেক শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আরএসআরএম স্টিল ৯.৯৫ শতাংশ, মালেক স্পিনিংয় ৯.৮৬ শতাংশ, বসুন্ধরা পেপার ৯.৮৩ শতাংশ, মেট্রোস্পিনিংয় ৯.৭৯ শতাংশ, উত্তরা ফাইন্যান্স ৯.৭৪ শতাংশ, ইস্টার্ন হাউজিংয় ৯.৭২ শতাংশ, ঢাকা ডায়িংয় ৯.৬৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম ৯.৬৪ শতাংশ এবং আমান ফিড ৯.৫২ শতাংশ দর বেড়েছে।