লিবিয়ায় ভয়াবহ সংঘর্ষ নিহত ২৩

আর্ন্তজাতিক ডেস্ক: লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় জাতিসংঘ তাৎক্ষণিকভাবে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।

শনিবারের ওই সংঘর্ষে আরও প্রায় ২৫ জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে দেশটির তরুণ কমেডিয়ান মুস্তাফা বারাকাও রয়েছেন।

দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে সশস্ত্র বাহিনী তাদের প্রতিপক্ষ পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট স্বীকৃত প্রধানমন্ত্রী ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। দুই পক্ষের সংঘর্ষে হালকা অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে খবর পাওয়া যায়। রাজধানীর একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটির বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়াও উপরে উঠতে দেখা গেছে।