দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৬০০ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল দিন সূচকের পতন হলেও লেনদেনে গতি বেড়েছে শেয়ারবাজাররে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আজ দেড় ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৬০০ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার পর্যালোচনায় দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স বা প্রধান সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। অন্যদিকে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪৬ পয়েন্টে।

এছাড়া ৩৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯ টির, দর কমেছে ৫১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৮টির।