দর কমেছে যেসব কোম্পানির

দর পতনের শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে ১৬৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিআইএফসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে বিআইএফসির ক্লোজিং দর ছিল ১১ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা ৪০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৭.৯৬ শতাংশ কমেছে। এতে করে বিআইএফসি শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আনলিমা ইয়ার্ন ৭.৪০ শতাংশ, সাফকো স্পিনিংয় ৬.৪১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৫.৭২ শতাংশ, জুট স্পিনার্স ৫.৬৮ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্স ৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজ ৪.৭৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ৪.৭৬ শতাংশ, আরডি ফুড ৪.৭৫ শতাংশ এবং প্রাইমটেক্স ৪.৫৯ শতাংশ দর কমেছে।