রিজার্ভ নিয়ে রাজনীতির দাবি পরিকল্পনামন্ত্রীর

রিজার্ভ নিয়ে রাজনীতি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে রাজনীতি হচ্ছে। একটি মহল রিজার্ভ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়ার দাবি করে তিনি বলেন, রিজার্ভ কিছু দিন কমলেও প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ফলে এখন বাড়তে শুরু করেছে।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘বিএনপির আমলে ২০০৯ সালে রিজার্ভ ৫ বিলিয়ন ডলার ছিল। সেই জায়গা থেকে বর্তমান সরকার ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। আমাদের রিজার্ভ তলানিতে থাকার প্রশ্নই ওঠে না। প্রবাসীদের শ্রমে-ঘামে অর্জিত অর্থ দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। তারা এখন বেশি পরিমাণে টাকা পাঠাচ্ছেন। প্রবাসীরা আমাদের রিজার্ভ বৃদ্ধির মহানায়ক, তাদের স্যালুট দিই।’

রিজার্ভ নিয়ে ভয়ের কোনও কারণ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ডলারের দামের ওপর সরকারের একটি প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল, বিশ্ব বাজারের চাপে তা ভেঙে পড়ে। তাই ডলারের দাম বেড়ে যায়। এখন আবারও ডলারের দাম কমতে শুরু করেছে। এটি আরও সুসংহত হবে। ডলার আমাদের টাকা নয়, এটি বিশ্ব মোড়ল মার্কিনিদের মুদ্রা।’

আরো পড়ুন : ফের ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া