গেল সপ্তাহে দর বেড়েছে যেসব কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৯৫টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। গেল সপ্তাহে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো সপ্তাহের শুরুতে কর্মদিবসে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ক্লোজিং দর ছিল ৮ টাকা ৫০ পয়সা। সপ্তাহের শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১৫.৯৬ শতাংশ বড়েছে। এতে করে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সী-পার্ল হোটেল ১১.৬২ শতাংশ, ইন্ট্রাকো সিএনজি ৯.৮০ শতাংশ, আরডি ফুড ৮.৪২ শতাংশ, কপারটেক ৭.৬৯ শতাংশ, সোনালী পেপার ৬.৯১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৫.৮৬ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ৫.৮০ শতাংশ, সিনোবাংলা ৫.১৪ শতাংশ, হাক্কানি পাল্প ৪.৬২ শতাংশ শেয়ার দর বেড়েছে।