মোনার্ক হোল্ডিংস শীর্ষ ট্রেকহোল্ডারের তালিকায়

শীর্ষ ট্রেকহোল্ডারের তালিকায় উঠে এসেছে মোনার্ক হোল্ডিংস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে। জুলাই মাসের লেনদেনের ওপর ভিত্তি করে ডিএসই এ তালিকা প্রকাশ করে।

তালিকা অনুযায়ী, নতুন হাউজগুলোর মধ্যে তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে মোনার্ক হোল্ডিংস লিমিটেড। এসময় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের প্রতিষ্ঠানটি ২৫৭ কোটি ৫০ লাখ টাকা লেনদেন করে। এক মাসের ব্যবধানে হাউজটিতে শেয়ার কেনা-বেচায় ব্যাপক উত্থান হয়েছে।

জুলাইয়ে সাকিবের মালিকানধীন ব্রোকারেজ হাউজটির মাধ্যমে ১২৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ক্রয় করা হয়। একই মাসে শেয়ার বিক্রি হয় ১৩৩ কোটি ২১ লাখ টাকার। প্রতিষ্ঠানটিতে লেনদেন শুরু হওয়ার পরে গত মাস জুলাইয়ে সর্বোচ্চ লেনদেন হয়।

ফলে নতুন ট্রেক হোল্ডারদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। সকল ব্রোকারেজ হাউজের মধ্যে মোনার্ক হোল্ডিংস ২২তম অবস্থানে রয়েছে।

মোনার্ক হোল্ডিংস আনুষ্ঠানিকভাবে শেয়ার কেনাবেচা শুরু করে গত ফেব্রুয়ারিতে। শুরুর মাসে প্রতিষ্ঠানটির মাধ্যমে মোট ৫৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ক্রয় করা হয়। এছাড়া বিক্রি করা হয় ৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। ফেব্রুয়ারিতে ডিএসইর মোট লেনদেনের দশমিক ৪৮ শতাংশ লেনদেন হয় মোনার্ক হোল্ডিংসে।