সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০ কোম্পানির বড় চমক

ব্লকে তিন

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) (২৪-২৮ জুলাই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির বড় চমকে লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ৪৬৬ কোটি ৬৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: ইসলামি ব্যাংক, ডেলটা লাইফ ইন্সুরেন্স, সোনালী পেপার, বেক্সিমকো লিমিটেড, আপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আলহাজ্ব টেক্সটাইল, প্রাইম ইন্সুরেন্স, ফরচুন সুজ এবং ট্রাস্ট ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইসলামি ব্যাংকের ২৭১ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৪৪ কোটি ৮০ লাখ ৫১ হাজার টাকার, সোনালী পেপারের ৩০ কোটি ৬৯ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ২৯ কোটি ৬১ লাখ ৪৫ হাজার টাকার, আপিডিসি ফাইন্যান্সের ২৭ কোটি ৫১ লাখ ২৪ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২২ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১২ কোটি ৪০ লাখ ৬৬ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ১০ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকার, ফরচুন সুজের ৯ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংকের ৭ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকার।