শিক্ষার্থীর ব্রোঞ্জ পদক অর্জন, অধ্যক্ষের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের (বিএনএমপিসি) শিক্ষার্থী অভিষেক মজুমদার ৫৪তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে একটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। তার এমন অর্জনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ মিজানুর রহমান পিএসসি, পিএইচডি, এইসি।

৫৪তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশ দলের বাকি তিন সদস্য হলেন, নাবিহা তাহসিন, নিলয় কুমার মন্ডল ও খালিদ আহসান। চলতি মাসের ১০ জুলাই চীনের নানকাই বিশ্ববিদ্যালয়ে শুরু হয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের ৫৪তম আসর।

গেলো ১৬ জুলাই আয়োজিত হয় এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান। এ বছর আঞ্চলিক ও জাতীয় রসায়ন উৎসবের মাধ্যমে বাছাই করে আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডের জন্য চার সদস্যের বাংলাদেশ দল গঠিত হয়।

উল্লেখ্য, ব্রোঞ্জজয়ী অভিষেক মজুমদার আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে ২০১৮ সালে ব্রোঞ্জ পদক ও ২০১৯ সালে রৌপ্য পদক অর্জন করে।