দেড় ঘন্টায় সূচকের সেঞ্চুরি পার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেড় ঘন্টায় মূল্য সূচকের সেঞ্চুরিতে লেনদেন চলছে। এদিন বেলা ১১টা ৩০ মিনটি পর্যন্ত শেয়ারবাজারে সূচক বেড়েছে ১০১ পয়েন্ট। এছাড়া ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৮১ কোটি টাকা।

এদিকে বাজার পর্যালোচনা করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৭৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৪টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।