ফের ইউক্রেনকে ২৭০ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা হিসেবে অতিরিক্ত ২৭০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠাবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । হোয়াইট হাউস জানায় ঘোষণাকৃত প্যাকেজে আরও মাঝারি পাল্লার রকেট সিস্টেম এবং কৌশলগত ড্রোন অন্তর্ভুক্ত থাকবে।

আজ (২২ জুলাই),শুক্রবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কিরবি এ সামরিক সাহায্যের ঘোষণা দেন। এখন পর্যন্ত ইউক্রেনকে দেয়া মার্কিন সাহায্যের পরিমাণ ৮.২ বিলিয়ন ডলার।

জন কিরবি বলেন, নতুন সামরিক সহায়তা প্যাকেজটির মধ্যে ৪টি হাইমার্স ও ৫৮০টি ফিনিক্স ড্রোন অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া সর্বশেষ এ সহায়তার মধ্যে রয়েছে প্রায় ৩৬ হাজার রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং হাইমার্সের জন্য অতিরিক্ত গোলাবারুদ থাকবে। এ সময় ইউক্রেনের সরকার ও জনগণের প্রতি মার্কিন সহায়তা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন মার্কিন এ কর্মকতা।

সূত্র: (খবর আলজাজিরার)