শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনে যুবকের মৃত্যু

শ্রীলঙ্কায় সরকারবিরোধী আন্দোলনে এক যুবকের মৃত্যু হয়েছে। গেলা দিন রাজধানী কলম্বোয় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবকের বয়স ২৬ বছর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়লে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে কলম্বোয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।

বুধবার (১৩ জুলাই) বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয়ে ঢুকে ভবনের ওপরে জাতীয় পতাকা তুলেছিল। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বিদেশে অবস্থান করায় বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে।