গ্রাহকদের পাওনা পরিশোধ শুরু করেছে তিনটি ব্রোকার হাউজ

ডিএস ৩০

সম্মিলিত গ্রাহক একাউন্টে টাকার ঘাটতিতে পড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিন ট্রেকহোল্ডার কোম্পানি ক্রেষ্ট সিকিউরিটিজ লিমিটেড, বাংকো সিকিউরিটিজ লিমিটেড এবং তামহা সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে টাকা প্রদান শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
যে সব বিনিয়োগকারী গত ১৫ মে তারিখের মধ্যে ডিএসইতে অভিযোগ দাখিল করেছেন তাদের নিজ নিজ বিও হিসাবে উল্লেখিত ব্যাংক হিসাবের মাধ্যমে আনুপাতিক হারে প্রাপ্য অর্থ (যাচাই বাছাই পূর্বক) প্রদানের কার্যক্রম শুরু হয়েছে৷ এরই অংশ হিসেবে গত ২৯ জুন ২০২২ তারিখ হতে BEFTN এর মাধ্যমে এখন পর্যন্ত ৪৩১ বিনিয়োগকারীকে ৪ কোটি ৭৬ লাখ টাকা প্রদান করা হয়েছে৷ ডিএসই আশা করছে যথসম্বভ দ্রুতগতিতে BEFTN এর মাধ্যমে বাকী অর্থ নিষ্পপি করা হবে৷