মেট্রো ও ম্যাকসন্স স্পিনিংয়ের বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি গঠন

চেক জটিলতার অবসান

শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অবণ্টিত লভ্যাংশ, বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রিপোর্ট ও বিগত তিন বছরের আর্থিক বিবৃতিসহ অন্যান্য সম্পর্কিত বিষয় নিয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এরইমধ্যে কোম্পানি দুটির পরিচালকের কাছে কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে এবং একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।