পাচারের টাকার অংশ পুঁজিবাজারেও আসবে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা দেশে ফিরে এলে তার একটি অংশ পুঁজিবাজারেও বিনিয়োগ হবে। তাতে পুঁজিবাজার লাভবান হবে।

আজ বুধবার সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুঁজিবাজার ভাল চলুক, এটি আমারও চাওয়া

বাজেট ঘোষণার পর থেকে পুঁজিবাজারে দর পতন হচ্ছে, বাজেটে এই বাজারে জন্য তেমন কিছু নেই বলে অভিযোগ উঠেছে উল্লেখ করে অর্থমন্ত্রীর মতামত জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন রাখেন। তিনি বলেন, বাজেটে পুঁজিবাজারের জন্য আর কী করার আছে?

তিনি বলেন, সামগ্রিক অর্থনীতি যাতে ভাল চলে সে লক্ষ্যে বাজেট তৈরি করা হয়েছে। অর্থনীতি ভাল চললে পুঁজিবাজারেও তার ইতিবাচক প্রভাব থাকবে।