দর কমেছে যেসব কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৬টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ওয়ান ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ওয়ান ব্যাংকের ক্লোজিং দর ছিল ১১ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকা ৭০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৫.৩০ শতাংশ কমেছে। এতে করে ওয়ান ব্যাংক শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইন্দোবাংলা ফার্মা ৩.৮৬ শতাংশ, এপেক্স ট্যানারী ১.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ১.৯৯ শতাংশ, আল আরাফা ইসলামি ব্যাংক ১.৯৯ শতাংশ, জেমিনি সী ফুড ১.৯৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্সুরেন্স ১.৯৯ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ১.৯৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টস ১.৯৮ শতাংশ, রূপালী ইন্সুরেন্স ১.৯৭ শতাংশ দর কমেছে।