দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২২৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সোনারবাংলা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে সোনারবাংলা ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ৬৫ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৩ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ২ শতাংশ কমেছে। এতে করে সোনারবাংলা ইন্স্যুরেন্স শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ১.৯৯ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যাল ১.৯৯ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ১.৯৮ শতাংশ, মুনোস্পুল ১.৯৬ শতাংশ, অ্যাসোসিয়ে অক্সিজে ১.৯৬ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স ১.৯৬ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ১.৯৫ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১.৯৫ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে।