সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

উত্থানে পুঁজিবাজার

মাজহারুল আলম: ঢাকা স্টক এক্সচেঞ্জে (০৬ জুন) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আজ বেলা ১১টা ১৪মিনিট পর্যন্ত ডিএসইতে ৩১৩ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫০৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭২ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন সিএসইতে ২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।