প্রথম ঘন্টায় লেনদেন ৩১৪ কোটি টাকা

বিদেশি বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের উত্থানের পাশিপাশি বিশাল চমকে চলছে লেনদেন। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ২৫মিনিট পর্যন্ত ডিএসইতে ৩১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে । এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।