টানা চতুর্থ দিন সূচক বেড়েছে, মঙ্গলবার কমেছে লেনদেন

দর বৃদ্ধির শীর্ষ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।

বেশ কিছুদিন বাজারে মন্দাভাব থাকলেও পর পর চার দিন সূচক বেড়েছে। এটি চলতি বছরের মধ্যে প্রথমবারের মতো দেখা গেল।

মঙ্গলবার শেষ সময়ের চমকে টানা চতুর্থ দিন সূচক বেড়ে পুঁজিবাজার স্বস্তি দিল বিনিয়োগকারীদের। এদিন ডিএসইতে ৬৩৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯৮ কোটি ৫২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে ৮৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৯২ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।