সূচকের উত্থানে পুঁজিবাজারে প্রাণের সঞ্চার

লেনদেন বহাল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন সম্পন্ন হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির লেনদেনও বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই সূচক ব্রড ইনডেক্স আগের কার্যদিবস থেকে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৮৮ পয়েন্টে। আর ডিএসই শরীআহ সূচক ১.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০১ পয়েন্টে। আর ডিএসই-৩০ তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৫০ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি কোম্পানির ১৬৩ কোম্পানির দরবৃদ্ধির পাশাপাশি দর কমেছে ১৭৯টির এবং দর কমেছে ৩৫টির।