ঘুরে দাড়াচ্ছে শেয়ারবাজার, সূচকের সেঞ্চুরি পার

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার (২৯ মে, ২০২২) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের শেয়ারবাজারে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। সকাল ১১ টায় ৩৭ মিনিটে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০০ পয়েন্ট পার হয়।

এর আগে টানা বেশ কিছুদিন শেয়ারবাজারে দরপতন হয়। বিএসইসি এবং অর্থমন্ত্রীর নানা উদ্যোগের পর অবশেষে উত্থানে ফিরতে শুরু করেছে পুঁজিবাজার।

রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩৩৭ টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। কমেছে ২৩ কোম্পানীর শেয়ার এবং দাম অপরিবর্তিত আছে ১৩ টি কোম্পানীর শেয়ার।