মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষে সিলকো ফার্মা

সিলকো ফার্মা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ( ২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ২৬ টাকা ৫০ পয়সায়,যা আগের কার্যদিবসে ছিলো ২৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ, কোম্পানিটির শেয়ারের দর ১ টাকা ৭০ পয়সা (৬.৮৫ শতাংশ) বেড়েছে।
এদিন কোম্পানিটির শেয়ারের দর ২৭ টাকা ১০ পয়সা থেকে ২৫ টাকা ৪০ পয়সায় উঠানামা করে।

এছাড়া সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দর ৫.৫০ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দর ৫.২৩ শতাংশ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪.৭২ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪.৩৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৪.০৪ শতাংশ, আরামিট লিমিটেডের ৪.০২ শতাংশ, প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের ৩.১২ শতাংশ, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩.০১ শতাংশ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ডের ২.৯৪ শতাংশ বৃদ্ধি পায়।