শেয়ারবাজার চাঙ্গা করতে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ছে ৫ বছর

বিশেষ তহবিলের মেয়াদ

দেশের শেয়ারবাজার চাঙ্গা করতে ব্যাংকগুলোর বিশেষ তহবিলের আকার ৩০০ কোটি টাকা করা হচ্ছে। এই বিশেষ তহবিলের মেয়াদ বাড়ছে ৫ বছর। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করার কথা বলা হয় ব্যাংকগুলোকে। যা বৃদ্ধি করে ৩০০ কোটি টাকা করা হয়েছে।

আগামী ২০২৫ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত যেকোনো তফসিলি ব্যাংক রেপোর মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবে বলে সার্কুলারে বলা হয়। বিশেষ তহবিলের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করা হয়েছে।