সোমবার সূচকের বড় উত্থানে লেনদেন

বড় উত্থানে লেনদেন

গেলো কয়েকদিনের টানা সূচক পতনের পর আজ সোমবার (২৩মে, ২০২২) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২ টায় ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে।

এর আগে টানা ৮ কর্মদিবস শেয়ারবাজারে দরপতন হয়। বিএসইসি এবং অর্থমন্ত্রীর নানা উদ্যোগের পর অবশেষে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার।

রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া ৩৫৪ টি কোম্পানির শেয়ারদর বেড়েছে। কমেছে ১২ কোম্পানীর শেয়ার এবং দাম অপরিবর্তিত আছে ১০ টি কোম্পানীর শেয়ার।