নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে

শিল্পমন্ত্রী (ছবি: বাসস)

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যথাযথ শৃঙ্খলার মধ্যে আনার গুরুত্বারোপ করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো সীমিত পুঁজি নিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছে। সম্ভাবনাময় এ খাত বিকাশের অনেক সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী দিনগুলোতে এনবিএফআই বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।

আজ বুধবার (১৮ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত নন-ব্যাংক আর্থিকগুলোকে নিয়ে আয়োজিত দিনব্যাপী ‘এনবিএফআই মেলা’র উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।