ডিভিডেন্ড পাঠিয়েছে কেএন্ডকিউ লিমিটেড

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেএন্ডকিউ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, ২০২১-২২ অর্থবছরের জুলাই ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য প্রতিষ্ঠানটির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রেকর্ড ডেট কোম্পানিটি পরে জানাবে।

এ ছাড়া কোম্পানিটি তৃতীয় প্রান্তিক অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৪৬ পয়সা। গেলো বছর একই সময়ে ইপিএস ছিল ৪৫ পয়সা। তারমানে গেলো বছরের তুলনায় ১ পয়সা ইপিএস বেড়েছে।

আর ২০২১-২২ অর্থবছরের তিন প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৬৯ পয়সা। এদিকে আগের বছর একই সময়ে ছিল ৬০ পয়সা। তারমানে ৯ পয়সা বেড়েছে। তাতে ৩১ মার্চ ২০২০ প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে টাকা ৮০ পয়সা। যা ২০২০ সালে ছিল ২০ টাকা ৯৮ পয়সা।