সপ্তাহজুড়ে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

share up

দেশ সমাচার ডেস্ক : গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। এদিকে সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৯৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূ্ত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৬৬ হাজার ২৭৯টি শেয়ার হাতবদল হয়েছে। যা ছিল ডিএসইর মোট হাতবদলের ৬.৫০ শতাংশ।

এদিকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। গেলো সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৫০ লাখ ৬৮ হাজার ৯৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৫৬ কোটি ৫৬ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া তৃতীয় স্থানে অবস্থান করছে লাফার্জ হোলিসিম লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ৬৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ৩৯ লাখ ১৭ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুললো হলো : ভিএফএস থ্রেডের ৭৭ কোটি ৮০ লাখ ৮ হাজার টাকার, জিএফসি ফাইন্যান্সের ৭৬ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৬০ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫৩ কোটি ০১ লাখ ৮৯ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ৪৯ কোটি ৭২ লাখ ৯২ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৪৯ কোটি ৮৫ হাজার টাকা এবং সোনালী পেপারের ৪৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।