অনিয়ম ঠেকাতে তিন প্রতিষ্ঠান পরিদর্শন করবে বিএসইসি

পরিদর্শন করবে বিএসইসি

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিদর্শন কার্যক্রম জোরদার করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই অংশ হিসেবে তিনটি প্রতিষ্ঠান পরিদর্শন করার জন্য আলাদা টিম গঠন করা হয়েছে।

কোম্পানি তিনটি হচ্ছে-র‍্যাপিড সিকিউরিটিজ, মশিহর সিকিউরিটিজ ও বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। পরবর্তিতে আরও প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে বলে জানা গেছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে। একসাথে সব প্রতিষ্ঠান পরিদর্শন করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে অন্য প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা হবে।